নড়াইলে নবান্নের উদ্যোগে বি’না মূল্যে দু’স্থ্য না’রীদের মাঝে ছা’গ’ল বি’তরণ

1202
12
নড়াইলে নবান্নের উদ্যোগে বি'না মূল্যে দু'স্থ্য না'রীদের মাঝে ছা'গল বি'তরণ
নড়াইলে নবান্নের উদ্যোগে বি'না মূল্যে দু'স্থ্য না'রীদের মাঝে ছা'গ'ল বি'তরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলে বেসরকারী সংস্থা নবান্ন এর উদ্যোগে ২০ জন দু’স্থ্যনা’রীকে বিনামূল্যে ছা’গ’ল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬নভেম্বর) দুপুরে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে ছা’গ’ল বিত’রণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশা’সক আনজুমান আরা।

নবান্ন এর সহ-সভাপতি লায়লা সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সচিব মো.লুৎফর রহমান, সদর উপজেলা প্রা’ণীসম্পদ কর্মকর্তা মো. জিল্লুর রহমান, জেলা পরিষদ সদস্য সাইফুর রহমান হিলু, জেলা পরিষদ সদস্য তারিক হাসান, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এম মুনীর চৌধুরী, নবান্ন এর নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ। পরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অ’র্থায়নে ২০ জন দু’স্থ্যনাঃরীকে ২০টি ছা’গ’ল হ’স্তা’ন্তর করেন জেলা প্রশাসক আনজুমান আরা ও জেলা পরিষদ সচীব মো.লুৎফর রহমান।