নড়াইলে জেলা শ্র’মিক লীগের ব’র্ধিত সভায় সভাপতিকে ব’হিষ্কা’রের সিদ্ধা’ন্ত

0
23
নড়াইলে জেলা শ্রমিক লীগের ব'র্ধিত সভায় সভাপতিকে ব'হিষ্কা'রের সিদ্ধা'ন্ত
নড়াইলে জেলা শ্র'মিক লীগের ব'র্ধিত সভায় সভাপতিকে ব'হিষ্কা'রের সিদ্ধা'ন্ত

স্টাফ রিপোর্টার

জাতীয় শ্র’মিক লীগ নড়াইল জেলা শাখার ব’র্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্র’মিক লীগ নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মোঃ আইয়ুব হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিমের পরিচালনায় দিক-নির্দে’শনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজীন লিটু, জেলা কৃ’ষকলীগের সভাপতি মোঃ মাহাবুর রহমান, জেলা আওয়ামী মৎ*স্যজী’বী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, জেলা স্বে’চ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এসএম পলাশ, জাতীয় শ্র’মিক লীগ জেলা শাখার সহ-সভাপতি মোঃ ইমারুল গাজী, মোঃ পল্লব, মোঃ তৌহিদুজ্জামান, আব্দুল মান্নান মোল্যা, মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সুলতান শেখ, জয়ন্ত বিশ্বা’স আদর, শেখ আল আমিন, সামিউল আলম লিটন, মোঃ আলমগীর হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান রকিব, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান, প্র’চার সম্পাদক অসীম কর্মকার, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ তোরাব আলী, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মুন্সী হাসিবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হাসান, সহ-মহি’লা বিষয়ক সম্পাদক মোছাঃ লাভলী বেগম, লোহাগড়া উপজেলা আহবায়ক মোজাম খান, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা শাখার আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় গত ১ ডিসেম্বর জেলা শ্র’মিক লীগের সভাপতির স্বা’ক্ষরি’ত কালিয়া উপজেলা শাখার একটি কমিটি ফে’সবুকে প্র’চার করা হয়। উক্ত কমিটিকে অ’বৈ’ধ ঘোষণা করে তা সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং জাতীয় শ্রমিক লীগের অ’বৈ’ধ কার্যালয় বা’তি’ল করার সি’দ্ধান্ত নেন নে’তৃবৃন্দ।

এছাড়া দলের সাংগঠনিক প’রিপ’ন্থী কাজ করায় জেলা শ্রমিক লীগের সভাপতি বি.এম হামিনুর রহমানকে ব’হি’ষ্কা’রের সিদ্ধা’ন্ত এবং সংগঠনের কার্যক্রম গ’ঠনত’ন্ত্র মোতাবেক গ’তিশী’ল করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান নেতৃবৃন্দ। এছাড়া আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস স্বা’স্থ্যবিধি মে’নে পালনের সিদ্ধা’ন্ত নেয়া হয়। ব’র্ধিত সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নে’তৃবৃন্দ উপস্থিত ছিলেন।