স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়ায় একটি তুলার কারখা’নায় ভ’য়াব’হ অ’গ্নিকা’ণ্ডের ঘ’টনা ঘ’টেছে। দ’মক’ল বাহি’নীর দুটি ইউ’নিট ঘন্টাব্যাপী চেষ্টার পর আ’গুন নিয়’ন্ত্রণে এসেছে। জানাগেছে, সোমবার রাত ৯টার দিকে লোহাগড়া উপজেলা শহরের থানা সংল’গ্ন এলাকায় মিজানুর রহমানের তুলার কারখা’নায় বিদ্যু’তের শ’র্ট সা’র্কিট অ’গ্নিকা’ণ্ডের ঘ’টনা ঘ’টে। কিছুক্ষণের মধ্যে আ’গুন ছ’ড়িয়ে প’ড়ে গো’ডাউ’নে।
এসময় আশেপাশের লোকজন এগিয়ে এসে আ’গুন নে’ভা’নোর চেষ্টা করে। খবর পেয়ে লোহাগড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট আ’গু’ন নে’ভা’নোর কাজ শুরু করে। ঘ’ন্টাব্যাপী চেষ্টার আ’গুন নি’য়ন্ত্র’ণে আসে।
লোহাগড়া ফা’য়ার স্টে’শনের স্টে’শন অফিসার মাসুদ রানা জানান, দ্রু’ত ঘ’টনাস্থ’লে গিয়ে দুটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা করে আ’গুন নি’য়ন্ত্রণে আনে। তবে আগু’ন আশেপাশে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষ’য়ক্ষ’তি হওয়ার আ’শং’কা ছিলো। অ’গ্নিকা’ণ্ডে ক্ষ’য়ক্ষ’তির পরিমাণ এখন জানা যায়নি।