স্টাফ রিপোর্টার
আজ (৮ ডিসেম্বর) নড়াইলের লোহাগড়া থানা হা’নাদা’র মু’ক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে ৮নং সেক্টরের অ’ধীনে লোহাগড়ার মু’ক্তিযো’দ্ধারা স’ম্মুখ যু’দ্ধের মাধ্যমে লোহাগড়া থানাকে পাক হা’নাদা’র মু’ক্ত করেন বীরযো’দ্ধারা। সেদিন উ’ড়িয়ে ছিলেন বিজয়ের লাল-সবুজ পতাকা।
মধ্য নভেম্বরের মধ্যে মুক্তিযো’দ্ধারা সমগ্র উত্তর অঞ্চল শ’ত্রুমু’ক্ত করেন। এর পর মুক্তিযো’দ্ধারা দক্ষিণাঞ্চলের প্রবেশ দ্বার লক্ষ্মীপাশায় অবস্থিত থানা আ’ক্রম’ণের চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করেন। ৮ ডিসেম্বর ফজরের আযানের পর ভোর ৫ টার দিকে তৎকালীন মুক্তিযো’দ্ধা কমা’ন্ডার শেখ ইউনুস আলী, থানা মুজিব বাহিনীর প্রধান সাবেক সংসদ সদস্য শরীফ খসরুজ্জামান, আবুল হোসেন খোকন, কবির হোসেনের নেতৃতে দু’শতাধিক মুক্তিযো’দ্ধা বিপুল পরিমাণ অ’স্ত্র-শ’স্ত্র নিয়ে গেরিলা কা’য়দায় পশ্চিম দিক দিয়ে থানা আ’ক্রমণ করেন।
৫ ঘন্টা ব্যাপী এ যু’দ্ধ চলাকালে থানা অভ্যন্তরে সম্মুখ যু’দ্ধে শহী’দ হন কোলা গ্রামের হাবিবুর রহমান ও যশোর সদর উপজেলার জ’ঙ্গল-বাঁঃধা’ল গ্রামের মোস্তফা কামাল। হা’নাদা’রমু’ক্ত হয় লোহাগড়া থানা।
লোহাগড়া মু’ক্ত দিবস উপলক্ষে জাতীয় ও মুক্তিযু’দ্ধের পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর প্র’তিকৃ’তিতে মা’ল্যদান, মুক্তিযো’দ্ধাদের ক’বর জি’য়ার’ত, আলোচনাসভা, দোয়া মাহফিল, শহী’দদের ক’বর জি’য়ারত করা হয়। লোহাগড়া উপজেলা মুক্তিযোঃদ্ধা কমপ্লে’ক্সে বঙ্গবন্ধু মুর্যা’লে পুস্পস্তবক অ’র্পণ করেন জেলা প্রশাসক আনজুমান আরা, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসনিলা পারভিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিনসহ সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযো’দ্ধারা এ সময় উপস্থিত ছিলেন।