স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (৮ ডিসেম্বর) স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের উ’পর জামা’ত শি’বিরের হা’মলার অভিযো’গ উঠেছে। মেয়র প্রার্থী সরদার আলমগীর হোসেনের প’ক্ষে পৌর এলাকার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠ চত্বর থেকে এ শোভাযাত্রা শুরু হয়। এরপর শোভাযাত্রাটি জেলা স্বে’চ্ছা সে’বক লীগের বঙ্গবন্ধুর ভাস্কর্য ভা’ঙ্গার প্রতিবা’দে মি’ছিল পাশ কা’টিয়ে যাওয়ার সময় ঐ মি’ছিলের পে’ছন থেকে জা’মাত -শি’বিরের কর্মিরা হা’ম’লা চা’লিয়েছে বলে সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে জেলা স্বেচ্ছাসেবকলীগ। পরে তারা এর প্রতিবা’দে নড়াইল শহরের চৌরা’স্তা এলাকায় প্রতিবা’দ মি’ছিল বের করে।
সংবাদ সম্মেলনে জেলা স্বে’চ্ছা সে’বক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এস, এম পলাশ জানান, স্বে’চ্ছা সে’বক লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে একটি মি’ছিল রূপগঞ্জ বাজার প্রদক্ষিণের সময় অপর দিক থেকে একটি মি’ছিল পা’শ কা’টিয়ে চলে যাবার সময় পে’ছন দিক থেকে জা’মা’ত শি’বিরের কর্মিরা হা’ম’লা চা’লায়, পরে আমরা মি’ছিল নিয়ে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে জেলা আওয়ামী লীগ অফিসে বসি। হঠাৎ চি’ৎকা’র চে’চামে’চি শুনে বা’ইরে এসে দে’খি, বাড়ী যাওয়ার সময় আমাদের কর্মিদের উ’পর আবার হা’মলা চালিয়েছে ঐ জা’মাত শি’বিরের কর্মিরা। এ ব্যপারে সরদার আলমগীর হোসেনকে জানালে তিনি তার মিছি’ল থেকে হা’ম’লার কথা অস্বী’কার করেন। পরে আমরা ও পুলিশ তাদের ধাও’য়া ক’রলে তারা পা’লিয়ে যায়। আমরা এর তী’ব্র নি’ন্দা ও প্রতিবা’দ জানাচ্ছি।