স্টাফ রিপোর্টার
“কমলা র’ঙের বিশ্বে না’রী বা’ধার পথে দেবেই পা’ড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক না’রী নি’র্যাত’ন প্রতিরো’ধ প’ক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) উপলক্ষে নড়াইলে মা’নববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্র্যাকের সামাজিক ক্ষ’মতা’য়ন কর্মসূচির উদ্যোগে এ মা’নববন্ধন অনুষ্ঠিত হয়।
আধাঘন্টাব্যাপী মা’নববন্ধন চলাকালে না’রী নি’র্যাত’ন প্রতিরো’ধে সামাজিক স’চেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা ম’হিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিচুর রহমান, ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ আব্দুস সামাদ, সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিকদার মঞ্জুরুর রহমান পান্নু, ব্র্যাকের সামাজিক ক্ষ’মতায়’ণ কর্মসূচির ফিল্ড অর্গানাইজার মোঃ বকুল আলী, সীমাখালী পল্লী সমাজের সভা প্রধান আলেয়া বেগম, মহিষখোলা পল্লী সমাজের সভা প্রধান বিউটি বেগম, রামচন্দ্রপুর পল্লী সমাজের সভাপ্রধান দোলেনা বেগম প্রমুখ। মা’নববন্ধনে সরকারী কর্মকর্তা, সাংবাদিক, ব্র্যাকের বিভিন্ন প্রোগ্রামের কর্মী ও বিভিন্ন পল্লী সমাজের সদস্য সহ বিভিন্ন শ্রে’ণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।