স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাং’চু’রে’র প্রতিবা’দ ও দেশকে অ’স্থি’তিশী’ল করার ষ’ড়য’ন্ত্র প্রতিহ’ত করতে নড়াইলে বি’ক্ষো’ভ মি’ছি’ল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ডিসেম্বর) বিকাল ৩টায় ছাত্রলীগ নড়াইল সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষো’ভ মিছি’লটি শহরের রূপগঞ্জ প্রজ’ন্ম চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শে’ষে একই স্থানে এসে শে’ষ হয়। পরে প্রতিবা’দ সমাবেশে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইল পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা মৎ’স্যজী’বী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক প্র’চার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, জেলা যু’বলীগ নেতা সাইফুল ইসলাম বাবু, রানা, সাবেক ভিপি মোাঃ ইকবল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুজ্জমান পলাশ প্রমুখ।
বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভে’ঙ্গে’ছে তারা স্বাধীনতা যু’দ্ধকে মে’নে নি’তে পারেনি। দেশের চ’লমান উন্নয়নও তারা মে’নে নিতে পারছে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে হেফাজতের আ’স্ফা’লনের দাঁ’ত ভা’ঙ্গা জ’বাব দেওয়া হবে। বক্তারা অবিলম্বে দেশে অ’স্থিতিশী’লতা সৃষ্টিকারীদের আইনের আ’ওতায় এনে শা’স্তির দা’বি জানান।