স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়ায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ৮টায় লোহাগড়া উপজেলা আ. লীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়। বিজয় দিবস উপলক্ষে সূর্যদয়ের সঙ্গেসঙ্গে ৩১ বার তো*পধ্বনির মাধ্যমে দিবসের সূচনা শুরু হয়। এরপর লোহাগড়া উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উ*ত্তো*লন, বঙ্গবুন্ধর প্র*তিকৃতিতে পু*স্পমাল্য অ*র্পণ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন, সহকারী কমিশনার (ভূ*মি) রাখী ব্যানার্জী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আ. হান্নান রুনু, উপজেলা আ.লীগ সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, বীর মু*ক্তিযো*দ্ধা আ. হামিদ, ভা*ইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন, মনজুরুল করিম মুন, আজাদ রহমান, এম আব্দুল্লাহ, নিসরাপ চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, আ’লীগের সহযো*গি সংগ*ঠন, মু*ক্তিযো*দ্ধা সংসদ, নিসরাপ, সাংবাদিক, সুধীসমাজ, জনপ্রতিনিধি ও উপজেলার সকল দপ্তরের কর্মক*র্তা কর্মচা*রীসহ বিভিন্ন শ্রে*ণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিবসটি উদযাপনে হাসপাতাল এ*তিমখা*নায় উন্নতমানের খাবা*র পরিবেশন করা হয়। মসজিদে শহী*দদের আ*ত্মার মা*গফে*রাত কা*মনায় দো*য়ার আয়োজন করা হয়। মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।