নড়াইলের ন*ড়াগাতিতে মু*ক্তিযো*দ্ধার বাড়িতে ডা*কা*তি!

0
49
কালিয়া
কালিয়া, নড়াইল ম্যাপ

স্টাফ রিপোর্টার

নড়াইলের কা*লিয়া উপজেলার ন*ড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের মু*ক্তিযো*দ্ধা মোয়াজ্জেম হোসেনের বা*ড়িতে সং*ঘ*টিত ডা*কা*তির ঘ*টনায় পু*লি*শের নে*য়া *চু*রি মা*ম*লাটি অবশে*ষে ওই মু*ক্তিযো*দ্ধার প্র*তিবা*দের *মু*খে ডা*কা*তি মা*ম*লায় রূ*পান্তরিত করেছে নড়াগাতি থানা পু*লি*শ। ঘ*ট*নাটিতে প্রাথমিক ত*দ*ন্তের না*মে পু*লি*শ *চু*রির অভিযো*গ লিখে ওই মু*ক্তিযো*দ্ধাকে দিয়ে স্বা*ক্ষ*র করিয়ে নিয়ে ডা*কা*তির ঘ*ট*নায় *চু*রি মা*ম*লাটি *দা*য়ের করে নেয় বলে অ*ভিযো*গ রয়েছে।

মোয়াজ্জেম হোসেন অভিযো*গ করে বলেন, ২০ নভেম্বর রাত আড়াইটার দিকে আ*গ্নে*য়া*স্ত্র ও দেশীয় *অ*স্ত্রে *স*জ্জিত ৮/১০ জনের এক*দ*ল ডা*কা*ত তার বস*ত ঘ*রের ক*লাপসিব*ল গে*টের *তা*লা *ভে*ঙ্গে ঘ*রে *ঢু*কে *স্ত্রী*সহ তাকে *বে*ধে *অ*স্ত্রের *মু*খে *জি*ম্মি ও মা*রপি*ট করে। পরে নগদ টাকা, স্ব*র্নালং*কারসহ ৮লক্ষাধিক টাকার মা*লামা*ল *লু*ট করে নেয়। *মুক্তিযো*দ্ধা মোয়াজ্জেম হোসেন আরও বলেন, পরদিন ২১ নভেম্বর তিনি তার *বা*ড়িতে ডা*কা*তির ঘ*ট*নায় অ*জ্ঞা*তনা*মা ডা*কা*তদের আ*সা*মী করে ন*ড়াগা*তি থানায় লি*খিত অ*ভিযো*গ করেন। কিন্তু তাতে পু*লি*শের কোন *সা*ড়া না মে*লায় তার প*রিবা*রের প*ক্ষ থেকে *ঘট*নাটি নড়াইল জেলা পু*লি*শের এক উ*র্ধ্বত*ন ক*র্মক*র্তাকে জানালে পু*লি*শ ত*ৎপ*র হয়ে *ও*ঠে এবং তা*কে আবার লিখিত অ*ভিযো*গ থা*না*য় *জ*মা দিতে বলেন।

তিনি ২৩ নভেম্বর সকাল ১০টার দিকে ওই থানায় অ*জ্ঞা*তনা*মা ডা*কা*তদের বি*রু*দ্ধে লিখিত অ*ভিযো*গ জ*মা দিলে ওসি সেটিকে সং*শো*ধনের জন্য অ*ধিন*স্তদের *হা*তে *তু*লে দেন। সকাল থেকে রা*ত পর্যন্ত ওই মু*ক্তিযো*দ্ধাকে ব*সি*য়ে রে*খে তার দেয়া ডা*কা*তির ঘ*ট*নার অ*ভিযো*গটি পরিব*র্তন করে ‘ডা*কা*তির স্থ*লে ৮/১০ জন আ*সা*মী আ*গ্নেয়া*স্ত্র ও দে*শীয় *অ*স্ত্রে স*জ্জি*ত হয়ে *চু*রি করার উদ্দে*শ্যে ব*স*ত ঘ*রের গে*টের *তা*লা *ভে*ঙ্গে সং*গো*পনে ঘ*রে প্রবে*শ করে *জো*র করে নগদ টাকাসহ মা*লামা*ল নি*য়ে যা*য়’ লি*খে বা*দির আ*প*ত্তি স্ব*ত্ত্বেও থানায় বসে ওসি ২৬ নভেম্বর স্বা*ক্ষ*র করিয়ে নিয়ে ৪৫৮/৩৮০ ও ৩৮২ ধা*রা*য় নড়াগাতি থানার ১২ নম্বর একটি *চু*রি মা*ম*লা দা*য়ের করেন।

পরবর্তীতে উ*র্ধ্ব*তন পু*লি*শ ক*র্মক*র্তার হ*স্তক্ষে*পে মা*ম*লার তৎ*কা*লিন ত*দ*ন্ত ক*র্মক*র্তা এস আই খান মাহাবুবুর রহমান সম্প্রতি আ*দা*লতে ধা*রা প*রিবর্তনের আ*বে*দনের মাধ্যমে ওই মা*ম*লার ধা*রা পরিব*র্তন করে ৩৯৫ ও ৩৯৭ ধা*রা ব*সি*য়ে সেটিকে ডা*কা*তি মা*ম*লায় রূ*পান্ত*রিত করা হয়েছে বলে ওই থানা সূত্রে জানা গেছে।

মা*ম*লার বর্তমান ত*দ*ন্তকা*রি ক*র্মক*র্তা ন*ড়াগাতি থানার পরি*দ*র্শক (ত*দ*ন্ত) বলেন,‘ *চু*রি থেকে ডা*কা*তিতে রূ*পান্তরিত মা*ম*লাটির *ত*দ*ন্ত আমি নিজে শু*রু করেছি। ইতিম*ধ্যে স*ন্দে*হ ভা*জন দুই ডা*কা*তকে আ*ট*ক করে জি*জ্ঞা*সাবা*দ করেছি। তাদের কাছ থেকে দ*রজা*র *তা*লা *ভা*ঙ্গার কিছু সর*ঞ্জাম উ*দ্ধা*র ক*রা হয়েছে।’

উপজেলার *ন*ড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন অ*ভিযো*গ অ*স্বী*কার করে বলেন, ‘মু*ক্তিযো*দ্ধা মোয়াজ্জেমের দা*য়েরকৃ*ত মা*ম*লাটি *চু*রি *ঘ*ট*না হিসেবে রে*ক*র্ড করা হলেও *ত*দ*ন্তকালে ঘ*ট*নাটি ডা*কা*তি হিসেবে প্র*তী*য়মান হওয়ায় সেটিকে ডা*কা*তি মা*ম*লায় রূ*পা*ন্তরিত করা হয়েছে।’