স্টাফ রিপোর্টার
নড়াইল পৌরসভার আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী নারীনেত্রী আঞ্জুমান আরা সাংবাদিকেদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। শনিবার (৯জানুয়ারী) দুপুরে নড়াইল প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুর সভাপতিত্বে মতবিনিময়ে অংশগ্রহন করেন, ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ আলমগীর সিদ্দকী, ক্লাবের সহ-সভাপতি সৈয়দ নাঈমুর রহমান ফিরোজ, এম, মুনির চৌধুরী, সাধারন সম্পাদক শামীমুল ইসলাম টুলু, সাইফুল ইসলাম তুহিন, মুন্সি আসাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবক যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা প্রমুখ। এ সময় বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুমান আরা বলেছেন, আমার নির্বাচনী ইশতেহারের কাজ চলছে। প্রতিক বরাদ্দের পর তা প্রকাশ করা হবে। নির্বাচনে জয়লাভ করলে নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করব। আমি নড়াইল পৌরসভার সাধারন জনগনের পাশে থেকে তাদের সুখ দুঃখের সাথী হতে চাই। পৌরসভার সম্মানিত ভোটাররা কন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। নির্বাচনে যিনি জয়লাভ করবেন, তিনি তা মাথা পেতে নেব বলে জানান।
উল্লেখ্য, নড়াইল পৌর নির্বাচনে আনজুমান আরা প্রথম একজন মহিলা প্রার্থী মেয়র পদে নির্বাচন করছেন। এ পৌরসভায় বিএনপি মনোনীত জুলফিকার আলী, আ’ লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী হিসেবে নড়াইল পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মওঃ মোহাম্মদ খায়রুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (১০ জানুয়ারী) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। নড়াইল পৌরসভায় এবার ভোটারের সংখ্যা ৩৩ হাজার ৭১৭। আগামী ৩০ জানুয়ারী নড়াইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।