স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলায় একদিনে ৪ জন গুণী ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন ,উপজেলার পারমল্লিকপুর গ্রামের সমাজ সেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী আমানত শেখ (৯০), ভোলা জেলা যুগ্মজজ ও লক্ষীপাশা গ্রামের সরদার সাজ্জাদুর রহমান (৪৯), সিংগা গ্রামের সমাজ সেবক শেখ আব্দুস শুকুর (৮৫) ও গোপীনাথপুর গ্রামের শিক্ষক মনির হোসেন (৪৫)।
জানা গেছে , শুক্রবার ভোরে শিক্ষক মনির হোসেন, সকাল ৭টার দিকে আমানত শেখ ও সরদার সাজ্জাদুর রহমান এবং ১০টার দিকে শেখ আব্দুস শুকুর মৃত্যু বরণ করেন। এদের মধ্যে আমানত শেখ ও আব্দুস শুকুর বার্ধক্য জনিত ও সরদার সাজ্জাদুর রহমান কিডনি জনিত এবং শিক্ষক মনির হোসেন মতিষ্কে রক্ত ক্ষরণে মৃত্যু হয়। এদের মধ্যে আমানত শেখের প্রথম জানাজা জুম্মার নামাজ পর লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের মাঠে এবং আছর নামাজ শেষে তার গ্রামের বাড়ি পারমল্লিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অন্যদের আছর নামাজ পর লক্ষীপাশা আল-মারকাজুল মসজিদ মাঠে জানাজা শেষে লক্ষীপাশা কবরস্থানে দাফন করা হয়। একই দিনে ৪জন গুণী ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।