স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের উদ্যোগে নড়াইল শহরে র্যালি, করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনামূলক লিফলেট, মাস্ক, কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ জানুয়ারী) বেলা ১১টায় শহরের বঙ্গবন্ধু মঞ্চে সুন্দরবন রেজিমেন্টের ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।
আলোচনা সভায় সুন্দরবন রেজিমেন্টের খুলনার রেজিমেন্ট কমান্ডার মেজর মো: জসীম উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ বিএনসিসি’র প্লাটুন কমান্ডার মো: মুরাদুল ইসলাম। অন্যান্যের মধ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার জহির আহম্মদ, ২৩ বিএনসিসি ব্যাটালিয়ন যশোর ব্যাটালিয়ান কমান্ডার লে: প্রফেসর এম. আব্দুর রহিম প্রমুখ। বক্তারা সমাজের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির দূর্দশা লাঘোবে সমাজের বিত্তবানদের আরো বেশি এগিয়ে আসার আহাবান।
উদ্বোধন শেষে বঙ্গবন্ধু চত্বর থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন বয়সীদের মাঝে ৫শত মাস্ক ও দরিদ্র শীতার্তদের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়।