নড়াইলে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বিএনসিসি’র সেবামূলক কার্যক্রম পরিচালিত

0
13
নড়াইলে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বিএনসিসি’র সেবামূলক কার্যক্রম পরিচালিত
নড়াইলে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বিএনসিসি’র সেবামূলক কার্যক্রম পরিচালিত

স্টাফ রিপোর্টার

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের উদ্যোগে নড়াইল শহরে র‌্যালি, করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনামূলক লিফলেট, মাস্ক, কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ জানুয়ারী) বেলা ১১টায় শহরের বঙ্গবন্ধু মঞ্চে সুন্দরবন রেজিমেন্টের ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।

আলোচনা সভায় সুন্দরবন রেজিমেন্টের খুলনার রেজিমেন্ট কমান্ডার মেজর মো: জসীম উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ বিএনসিসি’র প্লাটুন কমান্ডার মো: মুরাদুল ইসলাম। অন্যান্যের মধ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার জহির আহম্মদ, ২৩ বিএনসিসি ব্যাটালিয়ন যশোর ব্যাটালিয়ান কমান্ডার লে: প্রফেসর এম. আব্দুর রহিম প্রমুখ। বক্তারা সমাজের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির দূর্দশা লাঘোবে সমাজের বিত্তবানদের আরো বেশি এগিয়ে আসার আহাবান।

উদ্বোধন শেষে বঙ্গবন্ধু চত্বর থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন বয়সীদের মাঝে ৫শত মাস্ক ও দরিদ্র শীতার্তদের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়।