নড়াইলে কোভিড-১৯ ও ডেঙ্গু বিষয়ে গণমাধ্যমকর্মীদের কর্মশালা অনুষ্ঠিত

0
9
নড়াইলে কোভিড-১৯ ও ডেঙ্গু বিষয়ে গণমাধ্যমকর্মীদের কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে কোভিড-১৯ ও ডেঙ্গু বিষয়ে গণমাধ্যমকর্মীদের কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে গণমাধ্যম কর্মিদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) সিভিল সার্জন অফিসের সভাকক্ষে নড়াইল সিভিল সার্জন অফিসের ব্যাবস্থাপনায় লাইফ ষ্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে কর্মশালায় নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সহ-সভাপতি সৈয়দ নাঈমুর রহমান ফিরোজ, সাধারন সম্পাদক শামীমুল ইসলাম টুলু , সিভিল সার্জন অফিসের সিনিয়ার স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ম্যোল্যা ফোরকান আলী, কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। কোভিড-১৯ ও ভেঙ্গু রোগ বিষয়ে মুল বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শফিক তমাল ও ডাঃ অনিন্দিতা ঘোষ।

কর্মশালায় কোভিড-১৯ ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে কিকি করনীয় এবং এর লক্ষন সমূহের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এডিস মশা বিস্তার রোধ করতে পারলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব বলে সভায় জানানো হয়, সবাই জমি সচেতন হয় তাহলে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।