স্টাফ রিপোর্টার
মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে নড়াইলে বিশেষ শিশুদের নিয়ে গ্রামীণ খেলাধুলা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারী) জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজ হয়।
প্রতিযোগিতা বল নিক্ষেপ, দৌড়, লাফ, সংখ্যা গণণাসহ মোট ৭টি ইভেন্টে ২৫ জন অটিস্টিক শিশু এ অংশ গ্রহন করছে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কৃার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদার, সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিকদার মঞ্জুরুর রহমান পান্নু। এসময় সহ অতিথিবৃন্দ। এসময় বিশেষ শিশু প্রতিযোগী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।