নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক, নাট্য কর্মী সজল গুরুতর আহত

3
22
নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক, নাট্য কর্মী সজল গুরুতর আহত
নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক, নাট্য কর্মী সজল গুরুতর আহত

স্টাফ রিপোর্টার

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের সংবাদের নড়াইল প্রতিনিধি এবং নাট্য কর্মী লুৎফুল আলম সজল গুরুতর আহত হয়েছেন। আহতের পরিবার জানিয়েছেন, খুলনার গাজী হাসপাতালে চিকিৎসারত সজলের মাথায় এমআরআই রিপোর্টে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। এ ঘটনায় মনি মিয়া সরদার (৬৫) নামে একজন পথচারি আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) দুপুর পৌনে ১২ টার দিকে নড়াইল-বোড়াবাদুরিয়া সড়কে ঘটনা ঘটেছে।

জানা গেছে, লুৎফুল আলম সজল মোটরসাইকেল যোগে শহরের রুপগঞ্জ বাজারের নিজ বাড়ী থেকে ব্যক্তিগত কাজে বোড়াবাদুড়িয়ার চিত্রা রির্সোটে যাচ্ছিলেন। পথিমধ্যে আউড়িয়া ইউনিয়নের নড়াইল-বোড়াবাদুড়িয়া সড়কে সীমাখালী এলাকায় স্থানীয় মনি সর্দার নামে এক পথচারিকে বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেল নিয়ে রাস্তার পার্শ্বে পড়ে আঘাতপ্রাপ্ত হন। এ সময় ওই পথচারিও রাস্তার পর্শ্বে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। ধারণা করা হচ্ছে, স্থানীয় মনি মিয়ার লোকজন ক্ষিপ্ত হয়ে সজলকে মাথায় কুপিয়ে আহত করেছেন। আহত সাংবাদিককে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় গাজী মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।

সজলের স্ত্রীর মেঝো ভাই সরদার তারিক হাসান জানান, গাজী মেডিকেলের চিকিৎসক জানিয়েছেন, এমআরআই রিপোর্টে সজলের মাথায় ধারালো কিছু দিয়ে আঘাতের চিহৃ রয়েছে। জানা গেছে, সজলের এখনও জ্ঞান ফেরেনি। সে কারণে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে মনি সর্দারকেও খুলনা মেডকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) মোঃ ইমারত হোসেন জানান, সজলকে মাথায় আঘাত করা হয়েছে এ ধরনের একটি অভিযোগ আমরা পেয়েছি। তার ভিত্তিতে ওই স্থানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।