স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলার বিশিষ্ট সমাজ সেবক, মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রধান শিক্ষক দীলিপ কুমার ভট্টাচার্য (৬৫) আর নেই। তিনি প্রিয় দীলিপ স্যার নামেই সকলের কাছে পরিচিত। তিনি দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন । অবস্থার অবনতি হলে তাকে বাড়ীতে আনা পর গত বুধবার (১০ ফেব্রæয়ারী) রাতে নিজ বাড়ী মল্লিকপুর গ্রামে পরলোক গমন করেন । বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ স্থানীয় মল্লিকপুর শ্মশানে দাহ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসন্তান ও অসংখ্য গুনমুগ্ধ রেখে গেছেন ।
ব্যক্তিগত জীবনে তিনি জাসদ রাজনীতির সাথে জড়িত ছিলেন।। দীর্ঘদিন ধরে দলের উপজেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত দলের নড়াইল জেলা কমিটির সদস্য ছিলেন।বহু সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তিনি মল্লিকপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ছিলেন এবং লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি,সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, জেলা জাসদের সভাপতি এ্যাডঃ আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তুহিন, উপজেলা জাসদের সভাপতি শেখ মফিজুর রহমান, সহসভাপতি সরদার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মোল্লা, ওয়ার্কার্স পার্টির (এমএল) উপজেলা সভাপতি কমরেড জহুরুল হক,সাংবাদিক ইউনিয়নের সভাপতি মারুফ সামদানী, সাধারণ সম্পাদক রেজাউল করিম ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহ-সভাপতি ও লোহাগড়া উপজেলা পরিচালক মো আবু আব্দুল্লাহ প্রমুখ।