নড়াইলে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা

0
32
নড়াইলে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা
নড়াইলে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা

সটাফ রিপোর্টার

নড়াইলে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলো-যশোরের বাঘারপাড়া উপজেলার নিত্যানন্দপুর গ্রামের শের আলী মোল্যার ছেলে রফিকুল ইসলাম (৩২) এবং একই উপজেলার বাররা গ্রামের কিসমত সরদারের ছেলে আবু সাঈদ সরদার (২০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর থানার কামকুল এলাকা থেকে রফিকুল ইসলামের কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল এবং আবু সাঈদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়। এস আই খায়রুল ইসলাম তদন্ত শেষে দুই মাদক কারবারির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আটজন স্বাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।