নড়াইলের লোহাগড়ায় ২৪ প্রহরব্যাপী অখন্ড মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

1
1

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় ২৪ প্রহরব্যাপী অখন্ড মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী ) লোহাগড়ার শালনগর ইউনিয়নের মন্ডলভাগ গ্রামের শ্রী প্রভাস চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী শ্যামা প্রসাদ সাহার আহবাণে সকল সম্প্রদায়ের আয়োজনে যশোরের কৃষ্ণদাস বাবাজীর শ্রীমদ্ভগবত পাঠের মধ্যে দিয়ে এ অধিবাস শুরু হয়।

হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগে সম্প্রদায়গত ভেদাভেদ ও বর্ণ বৈষম্যজনিত হিংসা বিদ্বেষ আছন্ন পাপনিমগ্ন মানবকুল তথা জীবনিবহকে উদ্ধারের সুকল্যাণ অভীপ্সার অমিয় মাধুরীপুতঃ তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞের প্রবর্তন করেন। আচরণপূর্বক দেখিয়েছেন কি করে সাধ্যকে সাধন করতে হয়, আকুল হয়ে কেমন করে শ্রীহরিকে ডাকতে হয় এবং নামসুধা পানে পরিপূরিত হওয়া যায় । শ্রীমান মহাপ্রভুর সে ভাবরসে পরস্পরে উদ্বেলিত ও পবোধিত হওয়ার শুভ আকিঞ্চণে শালনগর মন্ডলভাগের সকল সম্প্রদায় ভক্তবৃন্দের আয়োজনে এ মহানাম যজ্ঞানুষ্ঠান হয়। আগামি শনিবার (১৩ ফেব্রুয়ারী) মহানাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগরকীর্তন, জলকেলী ও মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠান মালার সমাপনী হবে।