স্টাফ রিপোর্টার
মা/দ/ক ও অ/পরা/ধ নিয়ন্ত্রণে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন নড়াইলের নবাগত পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার)। সোমবার (১ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন।
পুলিশ সুপার বলেন, নড়াইল জেলায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তায় পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। সেক্ষেত্রে গণমাধ্যমকর্মীসহ সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবীর টুকু, সাবেক সভাপতি এ্যাডভোকেট মোঃ আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা, নড়াইল প্রেসক্লাবের সদস্যবৃন্দ সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে নবাগত পুলিশ সুপারকে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি উপস্থিত গনমাধ্যম কর্মীদের সাথে পরিচিত হন। গত ২৫ ফেব্রুয়ারী প্রবীর কুমার রায় নড়াইলের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।