অবশেষে নড়াইল পৌর এলাকায় মশক নিধন অভিযান কার্যক্রম শুরু

3
19
অবশেষে নড়াইল পৌর এলাকায় মশক নিধন অভিযান কার্যক্রম শুরু
অবশেষে নড়াইল পৌর এলাকায় মশক নিধন অভিযান কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার

অবশেষে নড়াইল পৌর এলাকায় মশক নিধন অভিযান কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের বাসভবন চত্ত্বরে নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরার সভাপতিত্বে নিধন অভিযান কার্যক্রমের উদ্বোধন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এনডিসি রমাঃ জাহিদ হাসান, পৌরসভার প্রকৌশলী লক্ষিকান্ত হালদার, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস প্রমুখ। নড়াইল পৌর মেয়র বলেন, মশা নিধনে পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে মশক নিধনের স্প্রে করা হবে। এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান।

উল্লেখ্য, নড়াইল পৌর এলাকায় মশার যন্ত্রণায় পৌরবাসী অতিষ্ট। গত এক বছরে পৌর এলাকায় মশক নিধনে কোনো কার্যক্রম হাতে না নেওয়ায় এ নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে বলে সচেতন মহল মনে করেন।