স্টাফ রিপোর্টার
নড়াইল জেলায় পর্যটন শিল্পের বিকাশে মাষ্টার প্লান গঠনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ টুরিজম বোর্ডের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) মোঃ ফকরুল হাসানের সভাপতিতে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসনিলা পারভিন, কালিয়া উপজেলা কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাস্টার প্লানের পরিকল্পনাবিদ আবু সুফিয়ান, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবির টুকু, সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও চিত্রা রির্সোটের সত্ত্বাধিকারী তরিকুল ইসলাম অনিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রওশন আলী প্রমুখ। কর্মশালায় জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, ব্যাবসায়ী, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ ৮০ জন অংশগ্রহন করেন।
কর্মশালায় নড়াইলে পর্যটন বিকাশে ২০ বছরের মাস্টার প্লান গঠনে করনীয় এবং সম্ভাবনাময় কি কি অন্তর্ভূক্ত করা যায় সে বিষয়ে উপস্থিত ব্যক্তিদের মতামত গ্রহণ করা হয়।