নড়াইলের লোহাগড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালিত

5
10
নড়াইলের লোহাগড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালিত
নড়াইলের লোহাগড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৯ মার্চ ) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও আগরতলা ষঢ়যন্ত্র মামলার অন্যতম আসামি লেফটেন্যান্ট এমএম মতিউর রহমানের নামে গড়া লেফটেন্যান্ট এমএম মতিউর রহমান স্মৃতি সংঘের উদ্যোগে মিলাদ, দোয়া মহফিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লেপ্টেন্যান্ট এম এম মতিউর রহমান স্মৃতি সংঘের সভাপতি এম এম সুজন রহমানের সভাপতিত্বে ও বিপ্লব রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নড়াইল জেলা মুক্তি যোদ্ধা কমান্ডার এম এম গোলাম কবির, সাবেক কমান্ডার আনোয়ারুজ্জামান বাদশা, উপজেলা ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সহ সভাপতি ফয়জুল হক রোম, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, আ’লীগনেতা ওহিদুজ্জামান বাচ্চু, উপজেলা কৃষক লীগের সভাপতি শাহীদুর রহমান, ইতনা স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ বিশ্বনাধ চক্রবর্তী, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক অরবিন্দ আচার্য, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহসভাপতি ও লোহাগড়া উপজেলা পরিচালক আবু আব্দুল্লাহ ও স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক এমএম নিজাম উদ্দিন তুষার সদস্য মনির হোসেন প্রমুখ। আলোচনা শেষে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে ঘরোয় পরিবেশে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।