স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের শাল্লায় ও নড়াইলের মহাজন গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়ীতে ভাং/চু/র, হা/ম/লা ও অ/গ্নি সংযোগের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) বেলা ১১ টায় নড়াইল আদালত সড়কে পূজাঁ উদযাপন পরিষদ, বাংলাদেশ হিউম্যান রাইটস্ ডিফেন্ডার ফোরাম, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ, হাটবাড়িয়া জমিদার বাড়ী জমি র/ক্ষা সংগ্রাম কমিটিসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ন্যা/ক্করজনক এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, বাংলাদেশ হিউম্যান রাইটস্ ডিফেন্ডার ফোরাম নড়াইল জেলা কমিটির সাধারন সম্পাদক কাজী হাফিজুর রহমান, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদের জেলা সহ-সভাপতি অ্যাডঃ পংকজ বিহারী ঘোষ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ নড়াইল শাখার সভাপতি অধ্যাপক মলয় কুমার নন্দী, সাধারন সম্পাদক আশীষ কুমার বিশ্বাস প্রমুখ।
বক্তারা সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হা/মলা, ভাং/চু/র, আগু/ন ও গত রোববার (২১মার্চ) গভীর রাতে নড়াইল জেলার নড়াগাতি থানার মহাজন গ্রামে অমিত বিশ্বাসের মু/খ-হা/ত-পা বেঁ/ধে তার বাড়ীতে অ/গ্নি সংযোগের সুষ্ঠু তদন্ত করে দো/ষীদের শা/স্তির আওতায় আনার দাবি জানান।