বাড়তে পারে লকডাউন

355
11
করোনাভাইরাসে বিশ্বে মৃ*তের সংখ্যা বেড়ে ৮ লাখ ছাড়িয়েছে
করোনাভাইরাস

নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আ/ক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ১০১ জনের মৃ/ত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসে মোট মৃ/তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৮৩ জনে। করোনাভাইরাসের সংক্রমণ ক্রমাগত বৃদ্ধির কারণে চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়তে পারে। আগামী সোমবার লকডাউন পরিস্থিতি পর্যালোচনা করতে এক সভা ডাকা হয়েছে।

শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, করোনার সংক্রমণ এখনো বেশি। তাই লকডাউন আরো এক সপ্তাহ বাড়তে পারে। তবে এ বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য, গত সোমবার দুপুরে বিধিনিষেধ আরোপ করে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত আট দিনের কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।