স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া পৌর এলাকার রথখোলা থেকে ছাতড়া ব্রীজ পর্যন্ত রাস্তাটি চলমান সরকারী রাস্তার পরিবর্তে ব্যক্তিগত জায়গা দিয়ে নতুন করে রাস্তা নির্মাণের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে সংশ্লিষ্ট এলাকাবাসী।
লিখিত অভিযোগে জানা গেছে, লোহাগড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের রথখোলা থেকে বালিকা বিদ্যালয় হয়ে ছাতড়া ব্রীজ পর্যন্ত সংযোগ সড়কটি ১২ ফুট প্রশস্থ করে নির্মাণ করা হচ্ছে। সাবেক সরকারী রাস্তার জায়গায় অনেকে ব্যক্তিগতভাবে দখল করে রেখেছে। যা উদ্ধার না করে অপর পাশের ব্যক্তিগত জায়গা দখল করে নতুন করে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।
এ ব্যাপারে ক্ষ/তিগ্র/স্থ জমির মালিক ওই এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক আবু সিদ্দিকী জানান, ব্যক্তিগত জায়গা বাদে সরকারী ম্যাপে থাকা রাস্তার উপর দিয়ে নতুন রাস্তা নির্মাণের দাবি জানান। এ ব্যাপারে এলজিইডির লোহাগড়া উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার জানান, সাবেক সরকারী রাস্তার উপর দিয়েই রাস্তা করা হচ্ছে, কোন ব্যক্তিগত জায়গা ব্যবহার করা হচ্ছেনা।