স্টাফ রিপোর্টার
করোনা মহামারীকালে নড়াইলে অসহায় কৃষকদের পাশে দাড়িয়েছেন জেলা যুবলীগ। বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় কৃষকদের ধান কে/টে দিচ্ছেন। শনিবার (১ মে) সকালে সদর উপজেলা দত্তপাড়া কৈয়ের বিলে কৃষক আব্দুল হান্নানের ধান কেটে দেন জেলা যুবলীগ নেতৃবৃন্দ। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ গাউছুল আজম মাসুমের নেতৃত্বে প্রায় ৩০ জন নেতাকর্মী প্রখর রোদের মধ্যে ধান কে/টে দেন।
ধান কাটাকালে জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান গুলু, নড়াইল পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এসএম মাসুদুর রহমান, জেলা যুবলীগ নেতা রিপন মোল্যা, পৌর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মিরাজ, মোঃ রাজীব শেখ, মোঃ জহির আলম, মোঃ সুজন শেখ সহ জেলা, থানা, পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ গাউছুল আজম মাসুম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের নির্দেশে করোনা কালে আমরা অসহায় কৃষকের ধান কেটে তাদের পাশে দাড়িয়েছি। ধান কা/টা কর্মসূচি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু। শ্রমিক সংকটের এই মুহুর্তে ধান কেটে দেয়ায় কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেনা।