নড়াইলে কৃষক এ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

0
6
নড়াইলে কৃষক অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন
নড়াইলে কৃষক অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নড়াইলে সদর উপজেলা পর্যায়ের অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ-২০২১ এর কৃষক এ্যাপের মাধ্যমে নির্বাচিত কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার ( ৩মে) সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা খাদ্য বিভাগ, নড়াইলের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, সদর উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা তরুন বালা, জেলা মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের প্রথম দিনে বাহিরডাঙ্গা গ্রামের সুজিত বিশ্বাস, কৃষ্ণপদ বিশ্বাসের কাছ থেকে মোট ২ টন ধান ক্রয় করা হয়। প্রতি কেজি ২৭ টাকা করে ১হাজার ৮০টাকা মন দরে সদর উপজেলার ৩ হাজার ৩৭ জন কৃষককের কাছ থেকে মোট ১ হাজার ৫ শত ৩৭ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।