স্টাফ রিপোর্টার
ভারত থেকে আগত নড়াইলসহ দেশের বিভিন্ন জেলার ১০২জন বাংলাদেশী নাগরিককে নড়াইল কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। সিভিল সা/র্জন ডাঃ নাছিমা আক্তার জানান, বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত শুক্র ও শনিবার সকাল পর্যন্ত ১০২ জন চিকিৎসাসহ বিভিন্ন কাজ শেষে ভারত থেকে আগত নড়াইলসহ দেশের বিভিন্ন জেলার এসব মানুষকে বাধ্যতামূলক ১৪দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদেরকে খাওয়া থাকা সহ যাবতীয় খরচ সরকার বহন করবে। এছাড়া আরও ৫০জনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এদের নড়াইল নার্সিং ইনষ্টিটিউটে রাখার ব্যবস্থা করা হবে। আগতরা সবাই করোনা নেভেটিভ বলে জানান। জানা গেছে, আগতদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য টিটিসিতে ২৪ঘন্টা আনসার এবং পুলিশের মোবাইল টিম থাকবে।
শনিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় এবং সিভিল সা/র্জন ডাঃ নাছিমা আক্তার নড়াইল কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পরিদর্শন করে ভারত থেকে আগত বাংলাদেশিদের খোঁজ খবর নেন এবং তাদের বিভিন্ন ধরনের নির্দেশনা দেন।