ঈদের আগে ৪হাজার টাকা করে অনুদান পেয়ে ভীষণ খুশী নড়াইলের পুনর্বাসিত ভিক্ষুকরা

4
6
ঈদের আগে ৪হাজার টাকা করে অনুদান পেয়ে ভীষণ খুশী নড়াইলের পুনর্বাসিত ভিক্ষুকরা
ঈদের আগে ৪হাজার টাকা করে অনুদান পেয়ে ভীষণ খুশী নড়াইলের পুনর্বাসিত ভিক্ষুকরা

স্টাফ রিপোর্টার

করোনা মহামারী ও নড়াইলে ঈদের আগে নড়াইল পৌরসভার ৫০জন পুনর্বাসিত ভিক্ষুক ৪হাজার টাকা করে অনুদান পেয়ে খুব খুশী। এক সময়কারকার ভিক্ষুক খায়রুন্নেছা বেগম (৫০), ফাতেমা বানু (৫৫), ফুলজান বিবি জানান, ‘সরকারিভাবে আমাদের পুর্নবাসনের পর থেকে বিভিন্ন সময় সরকারের সাহায্য সহযোগিতা পেয়েছি। এখন আর রাস্তায় ভিক্ষা করতে বের হই না। বৃহস্পতিবার (৬ মে) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ হলরুমে নড়াইল জেলা প্রশাসন ও শহর সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে অনুদান প্রদান অনুষ্ঠানে তারা এসব অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব দুস্থদেও মধ্যে অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা ইএনও সালমা সেলিম, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদার, শহর সমাজ সেবা অফিসার মোঃ সুজা উদ্দীন প্রমুখ।

বক্তব্যকালে জেলা প্রশাসক বলেন, ‘জেলার পুনর্বাসিত ভিক্ষুকদের স্বাবলম্বী করতে সরকারি বিভিন্ন সহযোগিতা অব্যাহত রয়েছে। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের ভিক্ষুকদের পাশে দাড়ানোর অনুরোধ জানান।

প্রসঙ্গত নড়াইল জেলায় ৩৯জন প্রতিব/ন্ধিসহ ৭শ ৯৮জন ভিক্ষুক রয়েছেন, তারা যাতে আর কখনও ভিক্ষাবৃত্তি না করেন সেজন্য সরকারিভাবে তাদের বিভিন্ন সময় সাহায্য ও সহযোগিতা করে আসছে। ছবি সংযুক্ত।