নড়াইলের “চলো পাল্টাই বাংলাদেশের” করোনাকালে আট লক্ষ টাকার অনুদান প্রদান

3
5
নড়াইলের “চলো পাল্টাই বাংলাদেশের” করোনাকালে আট লক্ষ টাকার অনুদান প্রদান
নড়াইলের “চলো পাল্টাই বাংলাদেশের” করোনাকালে আট লক্ষ টাকার অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার

নড়াইলের সামাজিক সংগঠন “চলো পাল্টাই বাংলাদেশের” ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় শহরের ভওয়াখালী নিজস্ব কার্যালয়ে সমাজের অসহায় ছিন্নমূল একশ জন মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চলো পাল্টাই বাংলাদেশের উপদেষ্টা ক্রিকেটার শামীম সিকদার, প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া খান, সাধারন সম্পাদক মোঃ সাজিদুর রহমান, দপ্তর সম্পাদক শোয়াইব হোসেন,সদস্য রাইহান, মাঈনুল ইসলাম ও দিয়া দাস প্রমূখ।

চলো পাল্টাই বাংলাদেশের সভাপতি জাকারিয়া খান বলেন, বাংংলাদেশে ক্রিকেটের সাবেক সফল অধিনায়ক আধুনিক নড়াইল গড়ার রুপকার নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার সৌজন্যে চলো পাল্টাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা গোলাম মোর্ত্তজা স্বপন মহোদয়ের সহযোগিতায় অসহায় ছিন্নমূল এ ঈদ উপহার বিতরণ করা হয়।

জাকারিয়া খান আরো জানায় সামাজিক সংগঠন চলো পাল্টাই বাংলাদেশ করোনাকাল সময়ে প্রায় আট লক্ষ টাকার উপহার বিতরণ করেছে এবং এ কাজ অব্যাহত থাকবে। আমরা আশা করি সমাজের বিত্তবানরা এই দূর্যোগকালীন সময়ে অসহায়দের পাশে সহযোগিতা নিয়ে এগিয়ে আসবে।