লোহাগড়ার কাইজ্যাপ্রবণ এলাকায় ডিবি পুলিশের অভিযানে ঢা/ল স/ড়কিসহ আটক-১

203
14
লোহাগড়ার কাইজ্যাপ্রবণ এলাকায় ডিবি পুলিশের অভিযানে ঢা/ল স/ড়কিসহ আটক-১
লোহাগড়ার কাইজ্যাপ্রবণ এলাকায় ডিবি পুলিশের অভিযানে ঢা/ল স/ড়কিসহ আটক-১

স্টাফ রিপোর্টার

কাইজ্যা প্রবণ এলাকা হিসেবে পরিচিতি নড়াইলের লোহাগড়া উপজেলার চরব্রাহ্মণডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অ/স্ত্রশ/স্ত্রাদি সহ মোশারেফ মোল্যা (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ)। উদ্ধারকৃত দেশীয় অ/স্ত্রশ/স্ত্রাদির মধ্যে রয়েছে ৯টি ধারালো সড়কি, ৩টি ঢা/ল ও ৩টি ঝুপি। বুধবার (২ জুন) দুপুরে পাটক্ষেত থেকে এসব উদ্ধার করে।

লোহাগড়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা পুলিশের এসআই মোঃ মনিরুল ইসলাম জানান, লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা, চরব্রাহ্মণডাঙ্গা, হান্দলা ও বাড়ীভাঙ্গা গ্রামের এলাকায় আ/ধিপত্য বিস্তার নিয়ে উ/ত্তেজনা বিরাজ করছিলো।

একটি গ্রুপের নেতা নাজির মোল্যার গ্রুপ সংঘ/র্ষের প্রস্তুতি হিসেবে নাজির মোল্যার বাড়ির পাশের পাটক্ষেতে ঢাল, সড়কি জমা করে রেখেছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এসব অ/স্ত্রশ/স্ত্রাদি সহ চরব্রাহ্মণডাঙ্গা গ্রামের মৃ/ত আউয়াল হোসেন মোল্যার ছেলে মোশারেফ মোল্যাকে আটক করা হয়। পরে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে।