স্টাফ রিপোর্টার
নড়াইলে গত ২৪ ঘন্টায় ১ শত ২০ জনের নমুনা পরীক্ষায় ৫২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এরমধ্যে সদর উপজেলায় ১৭ জন, লোহাগড়া উপজেলায় ১৯ জন এবং কালিয়া উপজেলায় ১৬ জন আক্রা/ন্ত হয়েছে।
এদিকে, করোনা সংক্র/মণ বৃদ্ধি পাওয়ায় নড়াইলে স্থানীয়ভাবে চলছে ৪র্থ দিনের মত চলছে দ্বিতীয় দফার কঠো/র লকডাউন, চলবে আগামী ২৭ জুন পর্যন্ত। লক ডাউন সফল করতে জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশি চেকপোষ্ট বসানো হয়েছে।
জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেয়া হচ্ছে না। প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত লকডাউনের নীতিমালা অনুসরণ করে শুধু মাত্র কাঁচাবাজার, মাছ, ফলের দোকান খোলা থাকছে। লকডাউন চলাকালে দূরপাল্লার যানবাহনসহ আন্তঃজেলায় চলাচলকারী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরী পরিসেবা এর আওতার বাইরে রাখা হয়েছে।
অপরদিকে, স্বাস্থ্য বিধি মেনে না চলা ও মা/স্ক পরিধান না করা এবং সরকার ঘোষিত লক ডাউনের আইন অমান্য করার অপরাধে বুধবার সকাল-থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪৫ জনকে মোট ৩২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।