স্টাফ রিপোর্টার
দিন দিন নড়াইলে করোনায় আক্রান্তের সংখ্যা এবং হার দুটিই বেড়ে চলেছে। গত ২৪ ঘন্টায় এই শনাক্তের হার ৭১.৪২ শতাংশ। এ সময়ে ৫৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৪০। এর আগের ২৪ ঘন্টায় শনাক্তের হার ছিল ৮২.২৫। হাসপাতালগুলোতেও রো/গির সংখ্যা বাড়ছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে করোনায় ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৭জন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছে ৪৪জন। এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নড়াইলে গত ২০জুন থেকে সর্বাত্মক লকডাউন চলছে।