নড়াইলের হাসপাতালগুলোতে একদিনে সর্বোচ্চ ভর্তি, করোনা শনাক্ত ৭৫জন, মৃত্যু ১

5
6
করোনাভাইরাসঃ নড়াইলে পর্যটন ও বিনোদন কেন্দ্রসহ সেমিনার ও সকল লোকসমাগম বন্ধ ঘোষণা
করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার

নড়াইলের হাসপাতালগুলোতে আশংকাজনকভাবে বাড়ছে করোনা রো/গি। একদিনে নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া হাসপাতালে ভর্তি হয়েছে ১২জন। বর্তমানে এসব হাসপাতালে ৩৮জন করোনা রো/গি চিকিৎসা নিচ্ছেন। ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫জন। এ সময়ে ১ জন করোনায় মা/রা গিয়েছেন। একই সময়ে ২৪৬ জনের নমুনা সংগ্রহে আক্রান্তের হার ৩০.৪৮ শতাংশ।

এ পর্যন্ত জেলায় করোনায় মা/রা গিয়েছেন ৪৮জন। স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রসঙ্গত, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশের মতো নড়াইলেও ১ জুলাই থেকে নতুনভাবে সর্বাতœক লকডাউন শুরু হয়েছে।