স্পোর্টস ডেস্ক
কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলকে হারিয়েই শিরোপা হাতে নিলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। ১-০ গোলে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা। সবশেষ ১৯৮৬ দিয়েগো ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।
১৯৯১ ও ১৯৯৩ সালের কোপা আমেরিকা জয়ের পর ২০০৪, ২০০৭, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা ও ২০১৪ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এদিকে ব্রাজিল থেকেই মেসির হাতে এই প্রথম উঠলো দেশের হয়ে প্রথম কোন আন্তর্জাতিক শিরোপা।
রোববার মারাকানা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটিতে ব্রাজিল দুর্দান্ত খেললেও ম্যাচের ২২ মিনিটের মাথায় রদ্রিগো ডি পলের দুর্দান্ত থ্রু বলে রেনান লোদির ভুলে এডারসনকে ফাঁকি দিয়ে ব্রাজিলের জালে বল জড়ান ডি মারিয়া। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিওনেল মেসির দল। দ্বিতীয়ার্ধে আক্রমণত্মক ছিল ব্রাজিল। ৫২ মিনিটেই ব্রাজিল পেয়ে যায় গোলের দুর্দান্ত সুযোগ। অফসাইডে বাতিল করা হয় গোল।