স্টাফ রিপোর্টার
ইট বোঝাই ট্রলির ধা/ক্কায় নড়াইল যুব উন্নয়ন অধিদপ্তরের নৈ/শপ্রহরী আব্দুল আলিম (৪৮) নিহ/ত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বুধবার (১৪ জুলাই) বিকাল পৌনে চারটায় নড়াইল সদর হাসাতপালে নেয়া হলে চিকিৎসক মৃ/ত ঘোষণা করেন। নিহ/ত আলিম জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বারইপাড়া গ্রামের গোলাম কবির মোল্যার ছেলে।
পারিবারিকসূত্রে জানাগেছে, আলিম দুপুরে গ্রাম থেকে মোটর সাইকেল যোগে পার্শ্ববর্তী নলদী বাজারের দিকে যাচ্ছিলেন। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে পৌছালে একটি ইট বোঝাই ট্রলির সাথে ধা/ক্কা লাগে। এসময় আলিমের মাথা ও বু/কে প্রচন্ডভাবে আঘা/ত লাগে। পরে স্থানীয় ও তার পরিবারের লোকজন দ্রুত নড়াইল হাসপাতালে নিয়ে যান।
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক হাফিজুর রহমান মুক্ত বলেন, ‘দুর্ঘটনায় আহ/ত আব্দুল আলিমকে নড়াইল সদর হাসপাতালে আনার আগেই মৃ/ত্যু হয়েছে। নলদী পুলিশ ফাঁড়ির এসআই এনামুল জানান, এ ঘটনার পর ইট বোঝাই ট্রলি এবং চালককে আটক করা হয়েছে।