স্টাফ রিপোর্টার
করোনা সংক্রমণ প্রতিরোধে সারা দেশের ন্যায় নড়াইলে চলছে ৪র্থ দিনের মত কঠো/র লকডাউন। আজ জেলা সিভিল সা/র্জন অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, জেলায় সোমবার ৪১ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৪২.৭০। ২ জনের মৃত্য হয়েছে।
এদিকে লকডাউনের বিধি-নিষেধ মানাতে প্রশাসনের সাথে মাঠে কঠোর অবস্থানে রয়েছেন আইন-শৃংখলা বাহিনীসহ সেনা, বিজিবি ও আনসার সদস্যরা। গণপরিবহনসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। লকডাউনের আওতা বহির্ভুত সেবায় নিয়োজিত যানবাহন চলাচল করছে। করোনা সংক্রমণ প্রতিরোধ জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্থানীয়ভাবে হোটেল-রেস্তোরাসহ সকল প্রকার দোকান-পাট বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত কাঁচাবাজার দোকান খোলা থাকছে। এছাড়া ওষুধের ও গ্যাসের দোকানসহ জরুরী সেবাসমূহের ব্যবসা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলা রয়েছে।
অপরদিকে, স্বাস্থ্যবিধি ও লকডাউনের নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালতের ৯টি টীম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল রবিবার ২৬ জনের নিকট থেকে মোট ৩১ হাজার ৯ শত টাকা জরিমানা করেছে। এ সময় ২৩ টি মামলা দায়ের করা হয়।