করোনা টিকার আরো একটি চালান নড়াইলে পৌছেছে

0
12
করোনা ভ্যাকসিন
করোনা ভ্যাকসিন

স্টাফ রিপোর্টার

চীনের সিনোফার্ম কোম্পানীর সিনোভ্যেক ও অক্সফোর্ডের আস্ট্রাজেনেকা করোনা ভ্যাকসিনের আরো একটি চালান নড়াইলে পৌছেছে। আগামী ৭আগষ্ট থেকে ইউনিয়ন পর্যায়ে গন টিকাদানে গৃহিত সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে সিনোফার্ম’র ১৬হাজার ডোজ এবং আস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেয়াদের দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে মোট ৮হাজার ডোজের এ চালান বুধবার (৪আগষ্ট) বিকালে সিভিল সা/র্জনের কার্যালয়ে এসে পৌছায়।

সিভিল সা/র্জন কার্যালয়ের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার সৈয়দ শফিক তমালের তত্বাবধানে ভ্যাকসিনের এই চালান বুঝে নেয়া হয়। ৭আগষ্ট থেকে সিনোফার্মের এ ভ্যাকসিন প্রদানের লক্ষে উপজেলা পর্যায়ে এদিন বিকেলেই এসব ভ্যাকসিন বন্টন করে দেয়া হয়। এর মধ্যে সদর উপজেলায় ৫ হাজার ৪শ, পৌরসভায় ১ হাজার এবং কালিয়া ও লোহাগড়া ৪ হাজার ৮শো ডোজ করে করে ভ্যাকসিন সংশ্লীষ্ট উপজেলা ও পৌরসভার স্বাস্থ্য বিভাগ প্রতিনিধির নিকট বুঝিয়ে দেয়া হয়। এ দিকে আস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিতে জেলার যে ৭হাজার জন বাকি ছিল তাদের মাঝেও খুব দ্রুতই টিকা দান শুরু হবে। বুধবারের এ টিকার চালানসহ এ পর্যন্ত ৬২ হাজার আস্ট্রাজেনেকা ও ৪০হাজার ৮শো ডোজ সিনোভ্যেক ভ্যাকসিন জেলায় এসেছে।