স্টাফ রিপোর্টার
১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ২শতাধিক প্রান্তিক দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।.বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকাল ১০টায় নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বেসরকারী উন্নয়ন সংগঠন নেবারলি অর্গানাইজেশন ফর ভলান্টারী অর্গানাইজেশন (নোভা) এর আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০কেজি চাল, ২লিটার সয়াবিন তেল ও ২কেজি করে মশুরীর ডাল।
এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, বিশেষ অতিথি নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদার, নোভা’র নির্বাহী পরিচালক সুবীর কুমার বোস, দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক শরীফ তুকরোল আমিন সহ অনেকে।
এসম সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘ করোনার সংক্রমণ প্রতিরোধে কয়েক দফা লকডাউনে শ্রমজীবিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় বেসরকারী উন্নয়ন সংগঠন নোভা এগিয়ে এসেছে। এভাবে অন্যান্য সংগঠনের পাশাপাশি সমাজের বিত্তবাদন ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। আমরা সম্মিলিতভাবে আশা করি পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবো।’