স্টাফ রিপোর্টার
করোনা প্রতিরোধে দীর্ঘ ব্যবহারযোগ্য মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে এস এসসি ১৯৮৬ ব্যাচ। মঙ্গলবার (৩১আগষ্ট) দুপরে নড়াইল আইনজীবী সমিতি মিলনায়তনে মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এসসি ৮৬ ব্যাচের বন্ধু সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন।
এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.উত্তম কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান কায়েস,অতিঃ পিপি এড.রমা রানী রায়, এড.কাজী বশিরুল হক প্রমুখ। পরে ৮৬ ব্যাচের নড়াইলের বন্ধু শিক্ষক শক্তিপদ বিশ্বাস, এ্যাড. জাহিদুল ইসলাম প্রিন্স,মো.জালাল হোসেন, তানজীর হোসেন উপস্থিত আইনজীবীদের মাস্ক পরিয়ে দেন।
নড়াইল এস এসসি ১৯৮৬ ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, গাড়ি চালক সহ করোনা প্রতিরোধে অগ্রভাগের দেড় হাজার মানুষকে বহুব্যবহারযোগ্য মাস্ক বিতরণ করা হবে। ৮৬ বন্ধু ব্যবসায়ী নাদিরা পারভীন শিল্পীর উপহার এবং দেশের বিভিন্ন স্থানে থাকা নড়াইলের বন্ধুদের চাদায় মাস্ক বিতরন কার্যক্রম হচ্ছে। এসএসসি ১৯৮৬ বন্ধুদের একত্রিত করে সেবামূলক সহ নানা উদ্দীপনা মূলক করতে চলতি বছরের মার্চে এস এসসি ১৯৮৬ ব্যাচের নড়াইল গ্রুপ গঠন করা হয়।