শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে নড়াইলে ইসলামী আন্দোলনের মানববন্ধন

8
4
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে নড়াইলে ইসলামী আন্দোলনের মানববন্ধন
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে নড়াইলে ইসলামী আন্দোলনের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

করোনার সংক্রমন কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় নড়াইল পুরাতন বাসটার্মিনাল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সভাপতি ক্বারী আইয়ুব হোসেন মিনার সভাপতিত্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার যৌক্তিক কারন তুলে ধরে বক্তব্য দেন ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সাবেক সভাপতি মাওঃ মোঃ খায়রুজ্জামান, বর্তমান সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নাছিরুদ্দীন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ খবির উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ ওমর ফারুক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি শেখ মোঃ জহিরুল প্রমুখ। মানববন্ধনে ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগদান করেন।