নড়াইলে লিয়াকত হ/ত্যা মামলায় আটক ১, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

0
39
নড়াইলে লিয়াকত হ/ত্যা মামলায় আটক ১, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
নিহ/ত লিয়াকত

স্টাফ রিপোর্টার

নড়াইলে আলোচিত লিয়াকত সিকদার হ/ত্যা মামলায় নাছিম সিকদার (৪০) নামে একজনে আটক করেছে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় স্বিকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে বলে জানা গেছে। নাছিম সীমাখালী এলাকার তবিবর রহমান সিকদারের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক(এসআই) মারুফ-উল-হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ থেকে নাছিম সিকদারকে আটক করা হয়। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নড়াইল সদর এর বিচারক মোর্শেদুল আলম এর আদালতে নাছিমকে হাজির করা হয়। আদালতে হ/ত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বিকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেয় নাছিম। পরে তাকে কারাগা/রে প্রেরন করা হয়।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট রাতে নড়াইল ফেরী ঘাটের আধিপত্য ও পূর্ব শ/ত্রুতার জের ধরে প্রতিপ/ক্ষের হাতে লিয়াকত সিকদার খু/ন হয়। লিয়াকত সীমাখালী ফেরী ঘাট এলাকার সোহরাব সিকদারের পূত্র।