নড়াইলে লিগ্যাল এইড এর নব নিযুক্ত আইনজীবীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
10
নড়াইলে লিগ্যাল এইড এর নব নিযুক্ত আইনজীবীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে লিগ্যাল এইড এর নব নিযুক্ত আইনজীবীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে প্রথমবারের মত লিগাল এইড এর নব নিযুক্ত আইনজীবীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি, নড়াইলের চেয়ারম্যান মুন্সী মোঃ মশিয়ার রহমান।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টায় কর্মশালায় বক্তব্য রখেন নারী ও শি/শু নি/র্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সানা মোঃ মারুফ হোসেন, নড়াইল জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী আল মাসুদ, নড়াইল অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, জেলা লিগ্যাল এইড সদস্য সচিব ও সিনিয়র সহকারী জজ পশুপতি বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ উত্তম কুমার ঘোষ, পিপি এমদাদুল ইসলাম, এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, এ্যাডঃ ওমর ফারুক, এ্যাডঃ বনমালী মিত্র, এ্যাডঃ তায়েব আলী আসাদ প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালার প্রতিপাদ্য বিষয় ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান বিনা মূল্যে লিগ্যাল এইড আইন সেবাদান। এই জন্য অসহায় মানুষদের আইনগত সহায়তা দিতে সকল আইনজীবীদের প্রতি আহবান করা হয়।