আবদুস সাত্তার
নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোয়ন চেয়েছেন ১১২জন নেতাকর্মী। দলীয় মনোনয়ন চেয়ে ইতিমধ্যে দলীয় কার্যালয়ে অফিস হতে সরবরাহকৃত ফরম জমা দিয়েছেন। এদের মধ্যে দুজন নারী রয়েছে। এসব ইউনিয়নের শাহাবাদ ইউনিয়নে সর্বোচ্চ ১৩জন এবং মূলিয়া ইউনিয়নে সর্বনিম্ন ৪জন মনোয়ন প্রত্যাশী রয়েছে।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েয়ছে মাইজপাড়া ইউনিয়নে ৯জন, হবখালী ইউনিয়নে ৭জন, চন্ডিবরপুর ইউনিয়নে ৫জন, আউড়িয়া ইউনিয়নে ১২জন, শাহাবাদ ইউনিয়নে ১৩জন, তুলারামপুর ইউনিয়নে ১১ জন, শেখহাটি ইউনিয়নে ৭জন, কলোড়া ইউনিয়নে ১১জন, সিঙ্গাশোলপুর ইউনিয়নে ৭জন, ভদ্রবিলা ইউনিয়নে ৮জন, বাশগ্রাম ইউনিয়নে ১১জন, বিছালী ইউনিয়নে ৭জন ও মুলিয়া ইউনিয়নে ৪জন।
জানাগেছে, নির্বাচন কমিশন কতৃক দ্বিতীয় ধাপে তফসিল ঘোষণার পর জেলা আওয়ামীলীগ দলীয় মনেয়ন প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দেয়ার নিদের্শনা দেন। জীবন বৃত্তান্ত জমাদানের শেষ দিন গত ৩ অক্টোবর। দুপুর পর্যন্ত ১৩টি ইউনিয়ন থেকে ১১২জন মনোনয়ন প্রত্যাশী তাঁদেরর জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
এদের মধ্যে রয়েছেন ১নং মাইজপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো: জিল্লুর রহমান, অমিত সাহা রাজা, জসিম মোল্লা, বিশ্বজিত ঘোষ, মো: মারফত হোসেন, মো: তোফায়েল আহম্মেদ যাদু, মো: কামাল উদ্দীন সিদ্দীকী, তবিবর রহমান খান ও সন্দীপ মজুমদার। ২নং হবখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যন রিয়াজুল ইসলাম চঞ্চল, মো: টিপু সুলতান, মো: বাদশা মোল্যা, মো: মনিরুল ইসলাম, মো: জাহাঙ্গীর আলম, মো: উজ্জল ও সুভাস সাহা ।
৩নং চন্ডিবরপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান ভুঁইয়া, মো: মাসুদুর রহমান, মো: সাজ্জাদ হোসেন, সৈয়দ তারিকুল ইসলাম ও সৈয়দ খান জাহান আলী।
৪নং আউড়িয়া ইউনিয়নে মো: ওহিদুজ্জামান, মো: জাহাঙ্গীর সিকদার, আকছির আহমেদ ভূইয়া, মো: রবিউল ইসলাম, মো: হাসমত আলী, আকরাম হোসেন ভূইয়া, মো: জামাল সিকদার, এস এম পলাশ, পলাশ মোল্যা, মাসুদ সিকদার, ভূইয়া নজরুল ইসলাম ও মহিদুর রহমান।
৫নং শাহাবাদ ইউনিয়নে রয়েছে বর্তমান চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন পান্না, মোকারম হোসেন, খান আশরাফ মাহমুদ, মনিরুজ্জামান রোজ, নাহিদ মোল্যা, মাহাবুবুর রহমান বাচ্চু, মো: আনিচুর রহমান, তন্নী, হাবিবুর রহমান দুখু, মো: মনির হোসাইন, মো: আসাদুজ্জামান, মো: আতাউর রহমান ও জিয়াউর রহমান।
৬নং তুলারামপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো: বুলবুল আহমেদ, মো: টিপু সুলতান, এ্যাডভোকেট শরিফুল ইসলাম মুকুল, মো: তরফদার রেজাউল ইসলাম, মো: আলী নেওয়াজ খান, মো: মুকসুদুল ইসলাম, মো: মিজানুর রহমান, মো: মোস্তফা কামাল স্বপন, মো: আজমুজ্জামান আজু, মো: বিপ্লব মোল্যা ও মোঃ মহব্বত হোসেন।
৭নং শেখহাটি ইউনিয়নে মলয় কুমার বিশ্বাস, গোলক বিশ্বাস, মো: কুদ্দুস আলী ফকির, তাপস পাঠক, এম এ এম আরাফাত হোসেন, মো: আবুল কাশেম ও মোছা: আছিয়া বেগম।
৮নং কলোড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যাান আব্বাস আলী সরদার, সুকান্ত মল্লিক, শাহরিয়ার আলম মুক্ত, যোবায়ের মোহাম্মদ, আশিস কুমার বিশ্বাস, মিনা মাহামুদুল হাসান তাপস, অশোক কুমার কুন্ডু, দেবাশীস কুন্ডু মিটুল, মো: জহুরুল হক, মহীতোষ বৈরাগী ও মিনা মরফিদুল হাসান।
৯নং সিংগাশোলপুর ইউনিয়নে কাজী মুশফিকুর রহমান, মো: খায়রুজ্জামান মোল্যা, মো: সাইফুল ইসলাম হিটু, মো: রেজাউল হক, অমিত কুমার বালা পিযুষ, মো: হোসেন আলী শেখ ও মো: রাজীব হোসেন।
১০নং ভদ্রবিলা ইউনিয়নে শিকদার তোফায়েল আহমেদ, এস এম লিয়াকত আলী, খায়রুজ্জামান ফকির, মো: বাবুল মোল্যা, আল ইমাম সিকদার আলিম, মো: হুমায়ুন কবীর শেখ, মো: ওমর আলী ও সৈয়দ আবিদুল ইসলাম।
১১নং বাশগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম, মো: জিয়াউদ্দীন জুয়েল, মো: কামরুজ্জামান কামাল, এফএম জাকির হোসেন, মো: নাজমুল আলম, জাহাঙ্গীর আলম, মো: মফিদুল ইসলাম, নাসির উদ্দিন উজ্জল, শরীফ মনিরুজ্জামান বুলু, বিএম শাহাজান ও গোলাম মোস্তফা।
১২নং বিছালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এস এম আনিসুল ইসলাম, মো: মশিয়ার রহমান, বাকিবুর রহমান, মো: ইদ্রিস আলী শেখ, মো: ইমারুল গাজী, মো: মাহাবুবুর রহমান ও খন্দকার মাশরুর বিল্লাহ।
১৩ নং মূলিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রবিন্দ্রনাথ অধিকারী, বিপুল কুমার সিকদার, শ্যামল কুমার বিশ্বাস ও পল্লব কুমার মজুমদার।
এদিকে ৩ অক্টোবর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে নির্বাচন উপলক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দিক-নির্দেশনামূলক আলোচনা করা হয়। সভায় নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাঅডভোকেট অচীন চক্রবর্ত্তী, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।