আবদুস সাত্তার
নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে ভারতের প্রয়াত রাষ্ট্রপ্রতি প্রণব মুখার্জীর সহধর্মিনী শুভ্রা মুখার্জীর পৈত্রিক বাড়ি পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি।
রবিবার দুপুরে চিত্রা নদীর কোল ঘেষা ভদ্রবিলা গ্রামে শুভ্রামুখার্জীর শৈশবের স্মৃতিবিজড়িত গ্রাম ও পৈত্রিক বাড়িটি পরিদর্শন করেন। এসময় প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপির সঙ্গে ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোশাররফ হোসেন, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সহ অনেকে।
প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী শুভ্রা মুখার্জীর পৈত্রিক বাড়িতে পৌছাঁলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। এসময় মন্ত্রীসহ সফরসঙ্গীরা শুভ্রা মুখার্জীর পৈত্রিক বাড়ি ঘুরে দেখেন এবং শুভ্রা মুখার্জীর ভাই কানাই লাল ঘোষের সাথে কথা বলেন। এসময় নড়াইল জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে নির্মিত বসার ঘরটি দেখে প্রশংসা করেন।
প্রসঙ্গত: প্রণব মুখার্জী ২০১৩ সালের ৩-৫ মার্চ তিনদিনর সফরে বাংলাদেশে আসেন। সফরের শেষদিন ৫মার্চ স্ত্রী শুভ্রা মুখার্জীকে নিয়ে শ^শুরবাড়ি ভদ্রবিলা গ্রামে বেড়াতে আসেন আসেন। সেদিন কঠোর নিরাপত্তার পাশাপাশি নড়াইলবাসীর যেন আনন্দের সীমা ছিলো না।
২০১৫ সালের ১৮ আগষ্ট ৭৫ বছর বয়সে অসুস্থ্যতাজণিত কারনে মারা যান প্রণব মুখার্জীর সহধর্মিনী শুভ্রা মুখার্জী । এরপর ২০২০ সালের ৩১ আগষ্ট ৮৪ বছর বয়সে মারা যান ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী।
প্রণব মুখার্জীর সঙ্গে শুভ্রা মুখার্জীর বিয়ে হয় ১৯৫৭ সালের ১৩ জুলাই। শুভ্রা (ঘোষ) মুখার্জীর বাবার নাম অমরেন্দ্র ঘোষ। শুভ্রা মুখার্জীর ৪ ভাই ও ৪ বোনের মধ্যে একমাত্র কানাই লাল ঘোষ বর্তমানে নড়াইলের ভদ্রবিলা গ্রামে বসবাস করছেন। অন্যরা সকলেই ভারতে বসবাস করেন।