নড়াইলে এতিম ও পথ শিশুদের সাথে মাশরাফীর জন্মদিন উদযাপন করলো ছাত্রলীগ

2
11
নড়াইলে এতিম ও পথ শিশুদের সাথে মাশরাফীর জন্মদিন উদযাপন করলো ছাত্রলীগ
নড়াইলে এতিম ও পথ শিশুদের সাথে মাশরাফীর জন্মদিন উদযাপন করলো ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক, আধুনিক নড়াইলের রুপকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হিরার টুকরা, নড়াইলের গণমানুষের নেতা নড়াইল-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার জন্মদিন পালিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে শহরের বাঁধঘাট এলাকায় এ উপলক্ষে কেককাটা, পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীল হোসেন আলম।

বাঁধাঘাট কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক নিলাংশু শেখর নিপু, বাঁধাঘাট কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা মন্দিরের কার্যকরি সভাপতি অসিম কাপুড়িয়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মাইজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সন্দীপ মজুমদার, সহ-সভাপতি মিঠুন বিশ্বাস রাজু ,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু, দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।