নড়াইলের লোহাগড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে হা/মলায় আহত ব্যক্তির মৃত্যু

0
11
ফাইল ছবিঃ মৃ*তদে*হ

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ার বয়রা গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপ/ক্ষের ধারা/লো অ/স্ত্র দিয়ে কুপিয়ে আহত সাহেব শেখ মা/রা গেছে। বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া অবস্থায় মা/রা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষীপাশা ইউপির বয়রা গ্রামের দক্ষিণ পাড়ায় ১৯ সেপ্টেম্বর রবিবার বিকালে স্থানীয় একটি ডোবায় (জলাশয়) মাছ ধরার ঘূণি পাতাকে কেন্দ্র করে সাহেব শেখ (৫৬)’র সাথে একই গ্রামের জমির শিকদারের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে সাহেব শেখ জমির শিকদারকে মা/রপি/ট করে। এর জের ধরে রোববার রাত সাড়ে ৯ টার দিকে জমির শিকদারের তিন ছেলে কিনু শিকদার, উজ্জল শিকদার ও কামেল শিকদার ধা/রালো অ/স্ত্র নিয়ে সাহেব শেখের বাড়িতে হামল চালিয়ে তার পে/টে এবং শরী/রের বিভিন্ন স্থানে কু/পিয়ে গু/রুতর আহ/ত করে। এ সময় দুর্বৃত্তদের ঠেকাতে গেলে সাহেবের ছেলে সুজন শেখকে (২৭) কু/পিয়ে আহ/ত করে।

পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে এবং পরে অবস্থার অব/নতি হলে তাদেরকে ওই রাতেই খুুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাহেব শেখ সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ দিন পর মা/রা যায়।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।ওই মামলায় এখন হ/ত্যা মা/মলায় রূপ নেবে।