নড়াইলে বৃক্ষবন্ধু বাঁধনের পাঁচ শতাধিক বৃক্ষরোপণ

0
4
নড়াইলে বৃক্ষবন্ধু বাঁধনের পাঁচ শতাধিক বৃক্ষরোপণ
নড়াইলে বৃক্ষবন্ধু বাঁধনের পাঁচ শতাধিক বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহাদাৎ বাঁধন এবারের বর্ষা মৌসুমে নড়াইল সদর উপজেলার বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক বৃক্ষের চারা রোপণ করেছেন। প্রথম আলো বন্ধুসভা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক বৃক্ষবন্ধু খ্যাতি পাওয়া বাঁধন নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের ছেলে। এবছর নিজ ইউনিয়ন ও আশপাশের বিভিন্ন অঞ্চলে মোট ৫১৩ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন তিনি।

জানা যায়, আবু সাহাদাৎ বাঁধন বৃক্ষরোপণ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন থেকে রক্তদান, দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ, খাদ্যসামগ্রী বিতরণসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই মূলত তার এই প্রচেষ্টা।

এ বিষয়ে তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই গাছ ও নদীকে খুব ভালোবাসি। চেষ্টা করি কিছু গাছ লাগানোর জন্য। প্রতি বছরই সময় আর টাকার জন্য সম্ভব হয়ে উঠে না। তবে, এবার করোনাকালীন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বাড়িতে থেকেছি দেড় বছরের মতো। নিজ উদ্যোগে কিছু গাছ লাগাই। তারপর এলাকার কিছু লোক আমার এই বৃক্ষরোপণ কর্মসূচি সচল রাখতে আর্থিক সহযোগিতা করেন। তাদের সহযোগিতায় আরও অনুপ্রাণিত হয়ে ধীরে ধীরে এবছরে বছরে ৫১৩ টি বৃক্ষের চারা রোপণ করি ফেলি।

উল্লেখ্য, গত কয়েকবছর থেকেই নড়াইলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছেন আবু সাহাদাৎ বাঁধন। তবে, এবছরই সবচেয়ে বেশি ৫১৩ টি বৃক্ষের চারা রোপণ করেন তিনি।