নড়াইলে মা/দক মামলায় ব্যবসায়ীর যাব/জ্জীবন কারাদ/ণ্ড

4
9
নড়াইলে মা/দক মামলায় ব্যবসায়ীর যাব/জ্জীবন কারাদ/ণ্ড
নড়াইলে মা/দক মামলায় ব্যবসায়ীর যাব/জ্জীবন কারাদ/ণ্ড

স্টাফ রিপোর্টার

নড়াইলে মা/দক মামলায় মোঃ আজহারুল ইসলাম বিশ্বাস নামে এক মা/দক ব্যবসায়ীকে যাব/জ্জীবন কারা/দণ্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার (১৭ অক্টোবর) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদ/ণ্ডাদেশ দেয়া হয়েছে।

আসামী হলেন সাতক্ষীরা জেলার কলারোয় থানার দিগং বিশ্বাসপাড়া এলাকার খোরশেদ আলী বিশ্বাসের ছেলে মো. আজহারুল ইসলাম বিশ্বাস । রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৮ নভেম্বর দুপুরে মা/দক বিরোধী অভিযান পরিচালনার সময় নড়াইল সদর থানার নিরালী বাহিরগ্রাম বাজারের ব্রিজের উপর থেকে ৮০ বোতল ফে/নসিডিলসহ আসা/মিকে আটক করে পুলিশ। পরে নড়াইল সদর থানায় এ এস আই সুজন বাদী হয়ে মা/দক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলায় ৯জন স্বাক্ষীর স্যক্ষর গ্রহণ শেষে অভিযুক্ত আসা/মীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ১৯৯০ সালের মা/দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩ (খ) ধারায় যাবজ্জীবন কারাদন্ড, ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদ/ণ্ডাদেশ প্রদান করা হয়।