স্টাফ রিপোর্টার
দেশের বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির-ঘরবাড়ি ভাংচু/র, লুটপা/ট, অ/গ্নিসংযো/গসহ নিরীহ হি/ন্দুদের হ/ত্যার প্রতিবাদে নড়াইলে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, নড়াইলের আয়োজনে শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা সভাপতি অশোক কুমার কুন্ডু, উপজেলা শাখার সভাপতি নিখির সরকার, নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের তত্ত্বাধায়ক স্বামী আরাধরা নন্দ, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিনতি রানী বোস, বাধাঁঘাট মন্দির কমিটির সভাপতি শিশির বৈরাগী, কার্যকরী সভাপতি অসীম কুমার কাপুড়িয়া, মতুয়া মিশন নড়াইলের ভারপ্রাপ্ত সভাপতি রুপ কুমার মজুমদার, সাধারণ সম্পাদক সঞ্জিত রাজবংশী, রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।